পেলিং (গ্যাংটক), ২১ মেঃ কাশ্মীর সমস্যা নিয়ে স্থায়ী সমাধান বার করবে কেন্দ্র। রবিবার সিকিমে এক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
এদিন রাজনাথ সিং বলেন, ‘বহুদিন ধরে কাশ্মীরে অত্যাচার চালিয়ে ভারতকে দুর্বল করার চেষ্টা করে আসছে পাকিস্তান। কিন্তু আপনাদের বলতে চাই, কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান বার করবে কেন্দ্র।’
২০১৪ সালে প্রধানমন্ত্রীপদে শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদির বক্তব্যের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান সহ সব প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির কথাও বলেছিলেন সরকার। কিন্তু পাকিস্তানের মনোভাবের পরিবর্তন হয়নি। ভারতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি একই রয়েছে। তারা এখনও ভারতের ক্ষতি চায়।’
প্রসঙ্গত, জঙ্গি প্রধান বুরহান ওয়ানির মৃত্যুকে ঘিরে গত বছর ধরে লাগাতার সন্ত্রাস হামলায় উত্তপ্ত কাশ্মীর। এই অশান্তির জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮০ জনের। নিরাপত্তারক্ষী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের উপরেই চলেছে জঙ্গি হামলা। বারবার জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় চিন্তিত কেন্দ্রীয় সরকার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rGaEyb
May 21, 2017 at 08:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন