দিসপুর, ০৫ মে- ভারতে তিন তালাকের শিকার মুসলিম নারীদের জন্য তহবিল গঠন করবে আসামের রাজ্য সরকার। এছাড়া তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণও দেওয়া হবে। আসামের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। হিমন্ত বিশ্ব শর্মা জানান, তালাকের শিকার সকল নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে; যাতে তারা লাভজনক কর্মসংস্থানের সুযোগ পায়। তবে তালাকপ্রাপ্ত মুসলিম নারীদের ক্ষেত্রে প্রশিক্ষণের পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া হবে। কারণ, বেশিরভাগ মুসলিম নারীই তালাকের সময় তাদের স্বামীর কাছ তেমন কোনো সহায়তা পায় না। তালাকপ্রাপ্ত মুসলিম নারীদের জন্য ভাতা প্রদানের সংশোধিত খসড়া জননীতির সুপারিশ করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে খসড়া জনসংখ্যা এবং আসামের নারীর ক্ষমতায়ন নীতি। চলতি বছরের আগস্টের অধিবেশনে খসড়া নীতিমালা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি বিশ্ব শর্মা। আর/১৭:১৪/০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pNsIGR
May 06, 2017 at 12:23AM
05 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top