চাঁপাইনবাবগঞ্জে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

চাঁপাইনবাবগঞ্জে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত ৫-৭ দিন ধরে বৃষ্টির দেখা নেই। ফলে উত্তপ্ত হয়ে উঠেছে আবহাওয়া। গরমে কাহিল হয়ে পড়ছেন মানুষ। তাপদাহের কারনে বিভিন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। বিশেষ করে বরেন্দ্র ও চরাঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় শিশু ও বৃদ্ধরা পড়েছে বেকায়দায়। প্রখর তাপ এবং ভ্যাপসা গরমে মানুষজন জরুরী কাজ ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না। দুপুরের পর শহরের রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চরাঞ্চল বেষ্টিত নারায়নপুর, ইসলামপুর, দেবীনগর, চরবাগডাঙ্গা, শাহজাহানপুর, আলাতুলি ও সুন্দরপুর ইউনিয়নে।  সকাল থেকে প্রখর সূর্যের তাপে দিনমজুররা কাজে বের হতে পারছে না। এদিকে খরতাপের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে গেছে। এদিকে গরমে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, সর্দি কাশি ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি হিটস্ট্রোকের কারণে সদর হাসপাতালে ভিড় করছেন অনেকেই। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক নাজির আহম্মদ জানান, প্রতিদিন ডায়রিয়া, সর্দি কাশি ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত অর্ধশতাধিক রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন।
এদিকে, মঙ্গলবার বিকেলের পর সন্ধ্যায় কালো মেঘের দেখা মিললেও বৃষ্টির দেখা মিলেনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৫-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2qgzhjM

May 23, 2017 at 10:30PM
23 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top