উত্তরপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৪

লখনউ, ৫ মেঃ উত্তরপ্রদেশের এটায় বাস উলটে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটে এটা জেলার সরাই নীম অঞ্চলে। ওই জেলারই কুন্দলনাগারিয়া গ্রামে এক প্রাক বিবাহ অনুষ্ঠান সেরে ফিরছিলেন ওই ব্যক্তিরা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র অকুস্থলে ছুটে যান এটার জেলাশাসক, এসএসপি (সিনিয়র সুপারিন্টেডেন্ট অফ পুলিশ) এবং জেলার অন্যান্য পদস্থ আধিকারিকরা। আহতদের আগ্রার জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতরা সকলেই আগ্রার বাসিন্দা।

সূত্রের খবর, বাসচালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিল এবং গাড়িটিও বেশ জোরে যাচ্ছিল। রাস্তার এক বাঁকে মোড় নিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের পরিবারকে দেওয়া হবে ৫০ হাজার টাকা।



from Uttarbanga Sambad http://ift.tt/2pNU5R2

May 05, 2017 at 08:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top