কুয়ালালামপুর, ১৩ মে- মালয়েশিয়ার পর্যটন কেন্দ্র চামাং ওয়াটারফলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন এক বাংলাদেশী। তার নাম মনির হোসেন জালালউদ্দিন। শুক্রবার তিনি আত্মীয়-স্বজন নিয়ে সেখানে পিকনিক করতে গিয়েছিলেন। এক পর্যায়ে তিনি ঝরণার পানিতে সাঁতার কাটতে নামেন। তখনই অকস্মাৎ সেখানে পানির উচ্চতা বাড়তে থাকে। এ সময় পানিতে দেখা দেয় তীব্র স্রোত। চোখের নিমেষে অদৃশ্য হন মনির। স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে ফোন কল পেয়ে সেখানে ছুটে যায় সিভিল ডিফেন্স ফোর্স। তারা গিয়ে পানির ভিতর থেকে উদ্ধার করে মনিরকে। এ সময় তার পা ঝরণার পানির নিচে পাথরে আটকে ছিল। মৃতদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। মনিরের লাশের ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বেনটোঙ হাসপাতালে। আর/১৭:১৪/১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qD2Uk1
May 14, 2017 at 12:10AM
13 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top