মালদায় হদিশ ভুয়ো ডাক্তারের

মালদা, ২৫ মেঃ ভুয়ো ডাক্তারের হদিশ মিলল এবার মালদা শহরে। আইনুল হক ও সিদ্ধার্থ কর্মকার নামে দুই ভুয়ো ডাক্তারকে মালদা শহরের ৩ নম্বর ওয়ার্ডের গভর্নর কলোনি থেকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার। ওই এলাকাতেই দুই ডাক্তার মিলে বেশ কিছুদিন ধরেই চেম্বার চালাচ্ছিল। তাদের কাজকর্মে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রিক্সাওয়ালার মাধ্যমে রোগী নিয়ে এসে চিকিত্সা করা হত। এরপর ইংরেজবাজার থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা। আজ ইংরেজবাজার থানার পুলিশ এসে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। জেরায় ওই দুই ব্যক্তি স্বীকার করে যে তাদের সরকারি কোনো ডিগ্রি নেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rknO86

May 25, 2017 at 05:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top