গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার রাজগঞ্জে

রাজগঞ্জ, ৮ মেঃ এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। রাজগঞ্জের সন্ন্যাসীকাটার আকালুগছ এলাকার ঘটনা। সোমবার সকালে বাড়ির পাশের একটি আম গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আইষা খাতুনের (৪০) ঝুলন্ত দেহ দেখা যায়। রাজগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

স্থানীয় ও পুলিশ সুত্রের খবর, আজগর আলি ও তাঁর স্ত্রী আইষার ছিল ছোট্ট সংসার। দুই ছেলে বিয়ে করে ওই গ্রামেই আলাদা বাড়িতে থাকতেন। ছেলে ও বৌদের সঙ্গে মিল ছিল না তাঁদের। আজগরবাবু বেশকিছু দিন ধরে অসুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন। প্রতিদিনের মত রবিবার রাতেও স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। সোমবার ভোরে আইষা খাতুনকে বাড়ির পাশে একটি আম গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন প্রতিবেশিরা ।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2pT6mFO

May 08, 2017 at 06:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top