শুধু ফুটবলের মাঠেই নন, মাঠের বাইরেও সামাজিক কর্মকাণ্ডে অনন্য নজির আছে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির। এবার যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় মানবতার সেবায় তাদের পাশে দাঁড়িয়েছেন এই আর্জেন্টাইন তারকার প্রতিষ্ঠান লিও মেসি ফাউন্ডেশন। দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে সিরিয়ার জনজীবন। প্রতিদিন অনেক মৃত্যু চোখের সামনে দেখে সেখানকার শিশুরা। যেখানে মৌলিক চাহিদা পূরণই কষ্টের, সেখানে শিক্ষার কথা ভাবতেই পারে না তারা। এসব যুদ্ধ বিধ্বস্ত শিশুদের শিক্ষা দিতে এবার তাদের পাশে দাড়িয়েছে লিও মেসি ফাউন্ডেশন। সিরিয়ার যুদ্ধে ক্ষতিগ্রস্থ ১৬০০ শিশুর শিক্ষার দায়িত্ব নিয়েছে লিও মেসি ফাউন্ডেশন। তাদের শিক্ষা দিতে ইতিমধ্যেই ২০টি ক্লাসরুম নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিটি ক্লাসরুমে সোলার প্যানেল বসানো হয়েছে যেন বিদ্যুতের সমস্যা না হয়। এছাড়া আধুনিক সরঞ্জামে সাজানো হচ্ছে রুমগুলো, যেখানে বর্তমান যুগের সাথে তার মিলিয়ে শিক্ষা নিতে পারবে শিশুরা। ক্লাসরুমের পাশাপাশি আবাসিক ব্যবস্থাও করবে ফাউন্ডেশনটি। শিশুদের মাসিক খরচের ৬০% বহন করবে এই ফাউন্ডেশন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসির ভেরিফাইড পেইজে এই মহৎ উদ্যোগের কথা জানানো হয়। মেসি বলেন, একজন বাবা ও উইনিসেফের একজন অ্যাম্বাসেডর হিসেবে আমি খুবই কষ্ট পেয়েছি। আপনিও আপনার কণ্ঠ জোরদার করুন এই যুদ্ধ বন্ধের পক্ষে। সূত্র: মার্কা আর/১২:১৪/০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qJtUdE
May 05, 2017 at 06:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top