ঢাকা::
বাংলাদেশের ঢাকার সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে অভিযান চালানোর বিষয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মুহিবুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে রয়েছে।
সাভারের নামাগেন্ডা এলাকায় গতকাল সন্ধ্যার দিকে প্রথমে একটি বাড়ি ঘিরে রাখার পর ভেতরে ঢুকে কাউকে না পেয়ে পাশের আরেকটি বাড়ি ঘিরে রাখে পুলিশ।
পরে গতকাল রাতেই দুটো বাড়িতে প্রবেশ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু ভেতরে কাউকে পায়নি তারা।
এরপর আজ সকাল থেকে ওই দুটি বাড়ির একটিকে ঘিরে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।
সম্প্রতি ‘জঙ্গি আস্তানা’ ঘিরে যে ধরনের অভিযান দেখা গেছে এখানে সেরকম কিছু ঘটতে যাচ্ছে কি-না জানতে চাইলে তিনি বলেন, “এখানে ঘিরে থাকা বা সাসপেক্ট(সন্দেহভাজন) ওরকম কিছু নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও গ্রেপ্তার নেই”।
ডিসি মি. ইসলাম বলেন, “শুক্রবার রাতে তল্লাশি করে দেখা যায় কিছু বিস্ফোরক আছে। রাতে আমরা আর অপারেশন (অভিযান) করিনি। এখন আমাদের বোমা নিষ্ক্রীয়কারী দল বোমা নিষ্ক্রিয় করার কাজ করছে”।
ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে জানান মি. ইসলাম।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rs96f0
May 27, 2017 at 06:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন