ঢাকা::আইন না জেনে মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সোমবার অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধিমালার গেজেট প্রকাশের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ”অল্প বিদ্যা ভয়ঙ্কর। আইন মন্ত্রণালয় যদি মনে করে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত তাহলে মারাত্মক ভুল করবে। তিনি বলেন, আইন মন্ত্রণালয়ে সহকারী জজ থেকে জেলা জজ পদ মর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তারা প্রেষণে কাজ করছেন। আজ সুপ্রিম কোর্টের প্রত্যেকটি সিদ্ধান্ত নেন সিনিয়র বিচারকরা। অনেক চিন্তা ভাবনা করেই সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত গ্রহণ করে। এখন যদি আইন মন্ত্রণালয় আইনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে তাহলে খুব ভুল হবে।”
এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ১৮ বারের মতো বিধিমালা গেজেট জারি করার জন্য দুই সপ্তাহ সময় চায়।
গেজেট প্রকাশে সময় কেন চাওয়া হচ্ছে- প্রধান বিচারপতি জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ”গেজেট রাষ্ট্রপতির কাছে আছে।”
পরে প্রধান বিচারপতি বলেন, ”আমরা হাসব, না কাঁদব? অ্যানিওয়ে, আমি কিছু বলছি না। স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে গেছে। কিছু ত্রুটি রয়ে গেছে। কিছু অনিয়ম আছে। এগুলো নিয়ে সারাজীবন নয়। আমরা চাচ্ছি একটা সিস্টেমে চলে আসতে।”
এরপর আদালত শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষকে আরও দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন।
তিনি বলেন, প্রেষণে থাকা বিচারকদের যদি আজকেই প্রত্যাহার করে নেয় তাহলে কারও কিছু করার নেই। আমরা চাই বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ একে অপরের পরিপূরক হিসাবে কাজ করুক।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চে আজ মামালার শুনানি হয়।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rNukUp
May 29, 2017 at 02:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন