বরুড়ায় আড্ডা ইউনিয়নে বাজেট ঘোষণা

বিএম মহসিন ● বরুড়ায় মঙ্গলবার ১২নং আড্ডা ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. লুৎফুন নাহার নাজীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া থানা অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ, অফিসার ইনচার্জ (তদন্ত) ইকবাল বাহার, উপজেলা শিক্ষা অফিসার হারুনুর রশিদ। অন্যান্যদের বক্তব্য রাখেন আড্ডা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, বাজার ব্যবসায়ী বিএনপি নেতা শরীফ আহমেদ, ইউপি সদস্য সেলিনা আক্তার, ইউনিয়ন যুবদল নেতা আমিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাসুদ প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে উল্লেখ করা হয়েছে কর ও রেটে ৬,০০,০০০, লাইসেন্স ও পারমিট ফি ৪০,০০০, জন্ম নিবন্ধন ফি ৬০,০০০, সরকারি অনুদান ও সংস্থাপন ১২,৯৮,০০০, সরকারি অনুদান উন্নয়ন ৮৭,৪০,০০০, সরকারি উন্নয়ন ১% ভূমি ১৮,০০,০০০ টাকা সর্বমোট ১ কোটি ২৫ লক্ষ ৩৮ হাজার ৩৪৫ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের ট্যাক্স আদায়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ ইউনিয়ন বাসীকে ট্যাক্স দেওয়ার জন্য অনুরোধ করেন। বরুড়া থানা অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ বলেন, আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, আপনারা আপনাদের ইউনিয়নের সকলে মিলে যদি ট্যাক্স পরিশোধ করেন সেই টাকায় আপনাদের ইউনিয়নের উন্নয়ন হবে এবং সরকারি সকল দপ্তরে যে কোন সুবিধা পেতে আপনাদের নাগরিক অধিকার রয়েছে। যেহেতু আপনি সরকারকে ট্যাক্স প্রদান করছেন। উন্নত দেশে সকলেই ট্যাক্স দিয়ে থাকেন। আমরা দেশকে এগিয়ে নিতে আপনাদের ইউনিয়ন থেকেই ট্যাক্স আদায়ের মাধ্যমে দেশকে আরও একধাপ এগিয়ে নিতে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করছি। এছাড়াও তিনি উপস্থিত সাধারণ জনগণকে বাজেট সম্পর্কে স্পষ্টভাবে বুঝিয়ে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সচিব আবদুল করিম।

The post বরুড়ায় আড্ডা ইউনিয়নে বাজেট ঘোষণা appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2prhru0

May 09, 2017 at 07:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top