চালসা, ৬ মেঃ কাঁচ ভেঙে বিপদজনক অবস্থায় পরে রয়েছে চালসার সেন্ট্রাল ব্যাংকের এটিএম কাউন্টার। যেকোনো সময় কোনো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কাউন্টারটির দরজার কাঁচ পাল্টে মেরামত করার দাবি জানিয়েছে চালসার বিভিন্ন মহল। চালসা গোলাই এর সেন্ট্রাল ব্যাংকের সামনে চালসা-বাতাবাড়ী ৩১ নম্বর জাতীয় সড়কের ধরে রয়েছে ওই এটিএম কাউন্টারটি। প্রায় মাস খানেক আগে ওই এটিএম এর সামনের কাঁচটি কেউ ভেঙে দেয়। তারপর থেকে ভাঙা অবস্থাতেই পরে রয়েছে সেটি। চালসা সেন্ট্রাল ব্যাংকার ম্যানাজার প্রেমানন্দ রাউত বলেন, এটিএম এর ভাঙা কাঁচ মেরামতের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে। শীঘ্রই এর ব্যবস্থা নেওয়া হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2pLXcuC
May 06, 2017 at 03:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.