আধারঃ কেন্দ্রের নিন্দায় ইয়েচুরি

নয়াদিল্লি, ৩ মেঃ প্যান কার্ড করতে আধার কার্ড বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বুধবার তিনি বলেন, জোরজবরদস্তি করে আধার’কে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য কেন্দ্র বারে বারে নিয়মনীতি বদলে ফেলছে। তারা যে কেবল মানুষের হয়রানি বাড়াচ্ছে তা নয়, পাশাপাশি, নাগরিকের মৌলিক অধিকারও হরণ করছে। এই খেলা খুব বিপজ্জনক বলেও মন্তব্য করেন ইয়েচুরি।

‘আধার কার্ড আইনত বাধ্যতামূলক করা হতে পারে’ বলে সুপ্রিমকোর্টকে জানিয়েছিল কেন্দ্র। শীর্ষ আদালতকে তারা বলেছিল, ১২ অঙ্কের আধার কার্ডকে বাধ্যতামূলক করার অধিকার রয়েছে কেন্দ্রের। সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি বলেছিলেন, সংসদে পাস হওয়া আইনের আওতায় প্যান কার্ডের জন্য আধার বাধ্যতামূলক হতে পারে। সরকারের এহেন মনোভাবের সমালোচনা করে এদিন মুখ খোলেন সিপিএমের সাধারণ সম্পাদক।



from Uttarbanga Sambad http://ift.tt/2oY6PaN

May 03, 2017 at 11:08PM
03 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top