ছাত্রী মৃত্যুর ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে ঢাবির মামলা

fঢাকা::রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে  হাসপাতালটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রফেসর ও মেডিসিন বিশেষজ্ঞ এবিএম আব্দুল্লাহসহ হাসপাতাল কর্তৃপক্ষের মোট নয়জনকে মামলায় আসামি করা হয়েছে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন সাগর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নয় আসামির মধ্যে ডা. এম এ কাশেম আটক রয়েছেন। বাকিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যুর অভিযোগ করা হয়। চৈতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি রাজশাহীতে। ওই ছাত্রীর মৃত্যুর পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালায়।

সে সময় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত দুই চিকিৎসককে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, জন্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হন চৈতী। ক্যান্সার হয়েছে এমন কথা জানিয়ে চৈতিকে চিকিৎসা দেওয়া হয়। পরে বৃহস্পতিবার জানানো হয় তার ডেঙ্গু হয়েছে। পরে শিক্ষার্থীটি মারা গেলে ভুল চিকিৎসার অভিযোগ আনা হয়।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qCVBGl

May 19, 2017 at 11:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top