শ্যামল কান্তির মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখা।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহগবেষণা সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সভাপতি অধ্যাপক জয়ন্ত দাস, সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ অজয় কুমার রায়, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক জামাল হোসেন, উপাধ্যক্ষ শাহেদ আহমদ, অধ্যাপক সীতাংশু শেখর দে, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, অধ্যাপক সাখায়াত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য শিক্ষক ফারুক আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাশ্মির রেজা, অধ্যাপক জান্নাতারা খান পান্না, অধ্যাপক তাহমিনা আক্তার, অধ্যাপক বীনা সরকার, অধ্যাপক অঞ্জন কুমার তালুকদার, অধ্যাপক কমল কান্তি রায়, অধ্যাপক গোপিকা রঞ্জন দাস, অধ্যাপক চিত্ত রঞ্জন, রাজবংশী, অধ্যাপক সুনির্মল দত্ত, অধ্যাপক ইকবাল হোসেন খান, অধ্যাপক শামসুল ইসলাম, অধ্যাপক আব্দুস সাত্তার, অধ্যাপক আতাউর রহমান ভুইয়া, অধ্যাপক আয়াস উদ্দিন ও কবি আবিদ ফয়সাল ।
বক্তারা অবিলম্বে শ্যামল কান্তি ভক্তের মুক্তি দাবি করেন। অন্যথায় সারা দেশের শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ra1Kdb

May 28, 2017 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top