রাত পোহালেই পাহাড়ের চার পুরভোটের ফল প্রকাশ

দার্জিলিং, ১৬ মেঃ রাত পোহালেই পাহাড়ের চার পুরসভার ভোটের ফল প্রকাশ। সকাল ৮টা নাগাদ দার্জিলিং, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পংয়ে শুরু হবে ভোটগণনা। জেলা প্রশাসনের মতে, বেলা ১০ টার মধ্যেই ফলাফল প্রকাশিত হবে।

এদিকে চার পুরসভায় তৃণমূল-কংগ্রেস কতটা প্রভাব ফেলবে, কোনো পুরসভার দখল নিতে পারবে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিরিক তৃণমূলের দখলে আসার সম্ভাবনা থাকলেও, কালিম্পং পুরসভা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, দার্জিলিং এবং কার্সিয়াং পুরসভা গোর্খা জনমুক্তি মোর্চার দখলেই থাকবে বলে মনে করা হচ্ছে।

মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির অবশ্য দাবি, চার পুরসভাই মোর্চার দখলে থাকবে। অন্যদিকে, তৃণমূল-কংগ্রেসের পার্বত্য শাখার সভাপতি রাজেন মুখিয়ার দাবি, মিরিক ছাড়াও অন্য তিন পুরসভাতে এবার তৃণমূল-কংগ্রেস ভালো ফল করবে।

পরবর্তী যে কোনো অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় চার পুর এলাকার বাইরে ও গোটা পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pRea8p

May 16, 2017 at 09:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top