নয়াদিল্লি, ১২ মেঃ তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী ১৮মে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। তার আগে ছয়দিন ধরে পাঁচ বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে। শুনানির প্রথম দিনেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এল খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, এই মামলা শুধুমাত্র তিন তালাকের বৈধতা নিয়েই রায় দেবে, এর সঙ্গে বহুবিবাহের বিষয়টি কোনোভাবেই আনা যাবে না।
১৫ বছর স্বামীর ঘর করার পর সায়রা বানু, আরফিন রহমান, গুলশন পরভিন, ইশরাত জাঁহা বা আতিয়া সাবরি কেউ চিঠিতে, কেউ স্পিড পোস্টে আবার কেউ স্বামীর কাছ থেকে ফোনে শুনেছেন তিন তালাকের ফতোয়া। সুপ্রিম কোর্ট বলেছে, তিন তালাক মুসলিম ধর্মের মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিনা, তা খতিয়ে দেখা হবে আদালতের তরফে। যদি দেখা যায় তিন তালাক ইসলাম ধর্মের মৌলিক অধিকারের একটি অংশ তাহলে আমরা এ বিষয়ে হস্তক্ষেপ করব না। তিন তালাককে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা যায় কিনা আর এটা কোনো ধর্মীয় সংস্কার কিনা, সেটাও আমরা খতিয়ে দেখব।
মামলা অন্যতম বিবাদী পক্ষ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড-এর তরফে আইনজীবী কপিল সিবল শুনানির শুরুতেই দাবি করেছিলেন, তিন তালাক মুসলিম ল বোর্ডের এক্তিয়ারভুক্ত। এর সঙ্গে ধর্ম পালনের মৌলিক অধিকারের প্রশ্ন জড়িয়ে। তাই আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ না করলেই ভালো হয়। তিন তালাকের বিরোধী পক্ষের আইনজীবীরা পালটা বলেছেন, পাকিস্তান, বাংলাদেশ, আফিগানিস্তানের মতো দেশেও তিন তালাক নিষিদ্ধ। এর সঙ্গে কোরান বা ইসলামের কোনো সম্পর্ক নেই।
বিতর্কটা ঠিক এখানেই। আমরা যে দেশগুলোতে মৌলবাদীদের দাপট দেখতে অভ্যস্ত সেখানেও কিন্তু তিন তালাক নিষিদ্ধ। তালিবানি শাসনে পর্যুদস্ত আফগানিস্তানের মানুষ যদি তিন তালাককে ঝেড়ে ফেলতে পারেন তাহলে আমরা কেন পারি না ? ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ড তিন তালাক বহাল রাখার ব্যাপারে ঘুরপথে যে সওয়াল করছে তা কতটা সমর্থনযোগ্য ?
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qaLhoN
May 12, 2017 at 10:43AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন