মালদায় দুষ্কৃতি হামলার শিকার বাবা ও ছেলে

মালদা, ১ মেঃ কীর্তনের আসর থেকে ফেরার পথে দুষ্কৃতিদের হামলার শিকার হন বাবা-ছেলে। মালদা থানার অন্তর্গত মঙ্গলবাড়ি এলাকার স্কুলপাড়ায় প্রতিবছরের ন্যায় এবছরও আয়োজিত হয়েছিল বিশাল কীর্তন। রবিবার গভীর রাতে কীর্তন শেষে বাবা রতন পাল ও ছেলে রিপন পাল বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরায় পথেই উল্টো দিক থেকে আসা তিন দুষ্কৃতির একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে রিপনের বাইক। এরপরই উভয়পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ওই ৩ দুষ্কৃতি বেধরকভাবে মারতে থাকে রিপনকে এবং পিঠে ছুঁড়ি দিয়ে আঘাত করে। ছেলেকে বাঁচাতে বাবা এলে তাকেও ছুঁড়ি দিয়ে আঘাত করে দুষ্কৃতিরা।

পরে অবস্থার বেগতিক দেখে পালিয়ে যায় ওই তিন দুষ্কৃতি। স্থানীয়দের চেষ্টায় বাবা ও ছেলেকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। জখম গুরুতর থাকায় রতন পালকে কলকাতায় রেফার করা হয়।

আজ সকালে রতনবাবুর স্ত্রী মলিনা পাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2pxkenl

May 01, 2017 at 06:13PM
01 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top