জাতীয় পার্টির নেতৃত্বে ‘জাতীয় ঐক্যজোটে’র আত্মপ্রকাশ আজ

fঢাকা::বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিএনএ এবং জাতীয় ইসলামী মহাজোট নিয়ে ‘সম্মিলিত জাতীয় ঐক্যজোট’ নামে নতুন একটি রাজনৈতিক মোর্চা গঠন করতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন হুসেইন মুহম্মদ এরশাদ। দলগুলোর সঙ্গে একাধিক বৈঠকে জোট গঠনের এ সিদ্ধান্ত নেয়া হয়।

জোটের আত্মপ্রকাশ উপলক্ষে এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় জোট ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রবিবার পার্টি চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে জোট গঠনের ঘোষণা দেবেন। প্রাথমিকভাবে এ জোটে দুটি রাজনৈতিক জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থাকছে। সামনে আরও কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল এ জোটে যোগ দেবে।

সর্বশেষ শনিবার রাতে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের গুলশানের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) ও লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি এ বিষয়ে বলেন, আমরা সম্মিলিতভাবে দুই জোট ও দুই দল নিয়ে এরশাদের নেতৃত্বে ‘সম্মিলিত জাতীয় ঐক্যজোট’ গঠনের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছি।

বাংলাদেশ জাতীয় জোটে (বিএনএ) দল রয়েছে ২১টি, আর মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুকের নেতৃত্বে জাতীয় ইসলামী মহাজোটে ৩৫টি রাজনৈতিক দল রয়েছে দাবি করা হয়েছে। সেই হিসাবে জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টসহ এরশাদের নতুন জোটে রাজনৈতিক দল হচ্ছে ৫৮টি।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qPchJj

May 07, 2017 at 08:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top