ঢাকা, ৩০ মে- ছয়টি চলচিত্র নির্মাণে ২০১৬-১৭ অর্থবছরে তানভীর মোকাম্মেল ও সোহানুর রহমান সোহানসহ ছয়জন নির্মাতা রাষ্ট্রীয় অনুদান পেলেন। ২৯ মে সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নির্বাচিত ছয়টি চলচ্চিত্রের মধ্যে রয়েছে- শিশুতোষ ছবি প্রিয় জন্মভূমি; ছবিটির কাহিনি লিখেছেন ছটকু আহমেদ। পরিচালনা করবেন সোহানুর রহমান সোহান। নূর-ই-আলম সিদ্দিকীর প্রযোজনায় প্রামাণ্যচিত্র একজন মরিয়ম, এর পরিচালক মুহাম্মদ ফেরদৌস আলম। এ ছাড়াও রেজওয়ান শাহারিয়ার সুমিতের পরিচালনায় নোনাজলের কাব্য, তানভীর মোকাম্মেল পরিচালিত রূপসা নদীর বাঁকে, শবনম ফেরদৌসের পরিচালনায় আজব সুন্দর ছবিটির প্রযোজক সামিয়া জামান ও কমল সরকার পরিচালনায় দায় মুক্তি ছবিটি। এ ছাড়াও প্রজ্ঞাপনে-আজব সুন্দর, নোনাজলের কাব্য, রূপসা নদীর বাঁকে ছবি তিনটির জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া প্রামাণ্যচিত্র একজন মরিয়মর জন্য ৩০ লাখ টাকা। প্রিয় জন্মভূমি এবং দায় মুক্তি ছবি দুটির জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৪০ লাখ টাকা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ বিবেচনায় এ ছবিগুলো নির্বাচন করা হয়েছে। পাশাপাশি গল্প লেখক ও চিত্রনাট্যকারকেও উৎসাহ পুরস্কার প্রদানের জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rzfmSi
May 30, 2017 at 05:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top