এশিয়া ::
যা করলেন মার্কিন ফার্স্ট লেডি। দিন কয়েক আগেই দিব্যি খোলাচুলে সৌদি থেকে ঘুরে এলেন। কিন্তু ভ্যাটিক্যানে পৌঁছতেই এক্কেবারে ভোলবদল। পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে গেলেন পা থেকে মাথা পর্যন্ত ঢেকে। কালো কাপড়ে মুখটা পর্যন্ত ঢেকে রেখেছিলেন তিনি। স্বামীর প্রথম পক্ষের মেয়ে ইভাঙ্কা পাশেই ছিলেন। একই বেশভূষা তারও।
সংবাদমাধ্যমে সেই ছবি প্রকাশ পেতেই নিন্দুকরা তেড়ে এসেছেন। প্রশ্ন করেছেন, ‘মুসলিম দেশে গিয়ে রক্ষণশীলতার বিরুদ্ধে খুব তো বড়াই করেছিলেন। ভ্যাটিক্যানে গিয়ে সে সবের কি হলো?’ তাদের প্রশ্নের জবাব দিয়েছেন মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিশাম। মার্কিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘কালো কাপড়ে মুখ ঢেকে পোপের সঙ্গে দেখা করাই ভ্যাটিক্যানের রীতি। ফার্স্ট লেডি যেহেতু মনে প্রাণে ক্যাথলিক, তাই সেই রীতি মেনে চলেছেন।’
জামা–কাপড় নিয়ে ভ্যাটিক্যান সৌদি আরবের থেকেও রক্ষণশীল বলে দাবি করেছেন তিনি। মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েট প্রেস’ অবশ্য তার দাবি উড়িয়ে দিয়েছে। তাদের মতে, জামা–পাকড় নিয়ে ভ্যাটিক্যান মোটেই অত কড়া নয়। এর আগে অনেক মহিলায় মাথা, মুখ না ঢেকে পোপের সঙ্গে দেখা করেছেন। ক্যাথলিক নিজের ইচ্ছেতেই মাথা থেকে পা পর্যন্ত ঢেকেছিলেন মেলানিয়া।’
ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে তিনি সরকারি কাজে নাক গলাবেন না বলে নির্বাচনী প্রচারের সময়ই ঘোষণা করেছিলেন মেলানিয়া ট্রাম্প। এ ব্যাপারে সাবেক ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডিকে অনুসরণ করতে চান বলে জানিয়েছিলেন। তা কাজেও করে দেখিয়েছেন তিনি। হোয়াইট হাউসের ত্রিসীমানায় তাকে দেখা যায় না। পোশাক নির্বাচনের ক্ষেত্রেও জ্যাকি কেনেডিকে অনুসরণ করেন তিনি। এমনকি ১৯৬২ সালের ১১ মার্চ ভ্যাটিক্যানে ২৩তম পোপ জনের সঙ্গে সাক্ষাতের সময় জ্যাকলিন কেনেডি যে পোশাক পরেছিলেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে গিয়ে হবহু সেই রকম দেখতে পোশাকই পরেছিলেন মেলানিয়া।
বাঁ দিকে পোপ ফ্রান্সিসের সঙ্গে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প। ডান দিকে ২৩তম পোপ জনের সঙ্গে জ্যাকলিন কেনেডি
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rHiriJ
May 26, 2017 at 11:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন