অস্তিত্বের লড়াইয়ে ডাক বিভাগ

শিলিগুড়ি, ১৫ মেঃ বেসরকারি সংগঠনগুলির সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে প্রযুক্তিকে আকড়ে ধরলো ডাক বিভাগ। উদ্যোগে রয়েছে পোস্টম্যানদের গাফিলতি ধরাও। ওই লক্ষ্যেই সোমবার শিলিগুড়ি প্রধান ডাকঘরে চালু হল নতুন অ্যাপ পোস্টম্যান মোবাইল অ্যাপ্লিকেশন। আজ এই অ্যাপটি উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রিজিওনাল অ্যাসিস্টেন্ট পোস্ট মাস্টার জেনারেল মিস মিতু। জানা গিয়েছে, চিঠি বা নথি ডাকঘর থেকে নেওয়া থেকে প্রাপকের কাছে পৌঁছনোর দিন-সময় এই অ্যাপসে নথিভুক্ত হয়ে যাবে। প্রাপকের সই নেওয়া হবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। প্রেরক মোবাইল নম্বর দিলে তিনিও এসএমএসের মাধ্যমে জেনে যাবেন প্রাপক কবে কখন তাঁর পাঠানো চিঠি বা নথি পেয়েছেন। অ্যাসিস্টেন্ট পোস্ট মাস্টারের বক্তব্য, এর ফলে চিঠি বা নথি পৌঁছবার ক্ষেত্রে গতি আসবে। এই লক্ষ্যে আজ ৩০ জন পোস্টম্যানকে মোবাইল ফোনও দেওয়া হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qohg4O

May 15, 2017 at 11:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top