মালদায় বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

মালদা, ৪ মেঃ ‘বিজেপি নেতারা শুধু ঘরে বসে ফেসবুক, টুইটার করেন। ওদের কাজ শুধু অপপ্রচার করা। মিথ্যে বলা ও কুত্সা রটানো।’ বৃহস্পতিবার মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে এক সরকারি অনুষ্ঠানে এই মন্তব্যের মাধ্যমেই বিজেপিকে আক্রমণ শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেসের তুলনায় অনেক বেশি আক্রমণ করেন বিজেপিকে। কিন্তু মালদায় প্রথমবার এসেও গণি খান চৌধুরির নাম মুখেও আনলেন না তিনি।

তিনি বলেন, বিজেপি খবরের কাগজ, টিভি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে। সিবিআইকে হুমকি দেওয়া হচ্ছে কথায় কথায়।

আধার কার্ড প্রসঙ্গ নিয়েও বিঁধলেন তিনি। দুধের শিশু থেক শুরু করে হাঁস-মুরগি-গোরু সকলেরই আধার কার্ড প্রয়োজন হবে। ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনার সবেতেই আধার খেয়ে পেট ভরত হবে। শেষপর্যন্ত আধারকে বালিশ বানিয়ে সঙ্গে নিয়ে ঘুমাতে হবে।

বিজেপিকে দাঙ্গাবাজের দল, দুষ্টুবাজির দল আখ্যা দিয়ে বলেন, ‘আমরা হনুমানকে ভক্তি করি। রামকে ভক্তি করি। কিন্তু ওরা যে রামকে ভক্তি করে সেই রাম রাবণকে পুজো করে। আমরা যে রামকে ভক্তি করি সেই রাম দুর্গাপুজো করতেন।’

২০১৯ এর নির্বাচনে কেন্দ্রে পুনরায় বিজেপি আসার ব্যপারে তিনি নানাভাবে ব্যাঙ্গ ও কটাক্ষ করেন বিজেপিকে।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2q3mEwZ

May 04, 2017 at 11:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top