মুম্বাই, ১৮ মে- নীরজার সৌজন্যে পেয়েছেন বিশেষ জাতীয় পুরস্কার৷ প্যাডম্যান থেকে সঞ্জয় দত্তের জীবনী, দু-দুটি বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্র করছেন৷ এমনিতেই পেয়ে গিয়েছেন বলিউডের ফ্যাশনিস্টার তকমা ৷ সেই সোনম কাপুর এবার ফাঁস করলেন নিজের অন্দরমহলের রহস্য ৷ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা সটান জানিয়ে দিলেন, যা করার বেডরুমেই করেন তিনি ৷ সোনমের এই বিস্ফোরক স্বীকারোক্তির পরই প্রশ্ন উঠেছে, বেডরুমে কী এমন করেন অনিল তনয়া? সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্চালকের এক বিতর্কিত প্রশ্নের উত্তরে সোনম জানান, যদি পরনিন্দা-পরচর্চা করতেই হয় তাহলে তা নিজের বেডরুমেই করবেন তিনি৷ কারও সোফায় গিয়ে, কিংবা টেলিভিশনের ক্যামেরার সামনে নয় ৷ শোনা গিয়েছে সাক্ষাৎকারে সোনম এমনটাও জানিয়েছেন যে, পারফিউমের গন্ধ থেকেই তিনি মানুষকে বিচার করেন৷ আর এই গন্ধ নিয়ে ভীষণই খুঁতখুঁতে তিনি ৷ নিজের প্রথম চুমু খাওয়ার কথাও নাকি এই সাক্ষাৎকারেই ফাঁস করেছেন সোনম৷ জানিয়েছেন, যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তেমন কিছুই জানতেন না তিনি৷ অনেক সময় নাকি বোকাও বনে যেতেন৷ কিন্তু ধীরে ধীরে পরিণত হয়েছেন ৷ ছবি বাছতে শিখেছেন৷ মানুষের চাহিদা বুঝতে শিখেছেন৷ নিজেকে বুঝতে শিখেছেন ৷ তাই এখন সবদিক ভাবনা চিন্তা করেই চরিত্র বেছে নেন৷ চরিত্র ছোট কিংবা পার্শ্ব হলেও তাঁর কিছু এসে যায় না৷ তবে তার জোর থাকা চাই ৷ সে কারণেই অক্ষয়ের প্যাডম্যান ও সঞ্জয় দত্তের বায়োপিককে বেছে নিয়েছেন নায়িকা ৷ শোনা গিয়েছে, সঞ্জয়ের বায়োপিকে টিনা মুনিমের চরিত্র ফুটিয়ে তুলবেন সোনম ৷ সূত্র: সংবাদ প্রতিদিন আর/১০:১৪/১৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rjnB4n
May 19, 2017 at 06:00AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.