কলকাতা, ২৫ মেঃ কয়েকদিন আগেই বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল। বাম কর্মী- সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধে আহত হয়েছিলেন বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশের পালটা লাঠিচার্জের শিকার হয়েছিলেন প্রবীণ বাম কর্মী ও সাংবদিকরা। তাই বৃহস্পতিবারের বিজেপি-র লালবাজার অভিযান ঘিরে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর থাকতে বলা হয়েছে পুলিশকর্মীদের। মোট ২৫টি জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আড়াই হাজার পুলিশকর্মী। মোতায়েন করা হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স ও কুইক রেসপন্স টিম। হাওড়া ব্রিজ সহ কলকাতার বিভিন্ন জায়গায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, হাওড়া, শিয়ালদহ ও ধর্মতলা থেকে মোট তিনটি মিছিল করে লালবাজারে যাওয়া হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rjDYyn
May 25, 2017 at 11:46AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন