বেঙ্গালুরু, ২৯ মেঃ গত এক সপ্তাহ ধরে বেঙ্গালুরুতে প্রাক বর্ষার ভারী বৃষ্টিতে আজ ফের ভার্থুর লেক থেকে বিষাক্ত রাসায়নিক বেরোতে শুরু করেছে। হোয়াইডফিল্ড মেইন রোড পুরোটা ঢেকে গিয়েছে বিষাক্ত সাদা ফেনায়। দেখলে মনে হবে যেন প্রবল তুষারপাত হয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। ওই রাস্তার পাশেই লেকটি থাকায় অল্প হাওয়াতেই পুরো রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ছে ফেনা। পথচারীদের গায়ে, গাড়িতে, এমনকি আসেপাশে থাকা হাসপাতাল ও শপিং মলেও ঢুকে পড়ছে এই ফেনা। এই বিষাক্ত রাসায়নিক শরীরের সংস্পর্শে আসলে রয়েছে ক্ষতির সম্ভাবনা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছরই বর্ষার সময় অতি দূষিত এই লেকের জন্য সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। বারবার প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকায়। তবে প্রশাসনের তরফে আশ্বাস মিলেছে সমস্যা সমাধানের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2reD05D
May 29, 2017 at 02:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন