বিপণন ব্যবস্থার কী দারুণ উদ্ভাবন

kইউরোপ :: কবুতর দিয়ে চিঠি আদান-প্রদানের গল্প আমরা শুনেছি। গোয়েন্দা তৎপরতায় কবুতরের ব্যবহারও বিরল নয়। কিন্তু মাদকদ্রব্য পরিবহনে কবুতরের ‘অভিনব ব্যবহার’ অনেককেই চমকে দিয়েছে। এমন ঘটনা ঘটেছে কুয়েতে।

দেশটির শুল্ক কর্মকর্তারা সম্প্রতি সন্দেহভাজন একটি কবুতর আটক করেন। কবুতরটির পিঠে বাঁধা ছোট্ট ব্যাগে ১৭৮টি চেতনানাশক পিল পাওয়া গেছে। শুল্ক কর্মকর্তাদের ধারণা, কবুতরটি ইরাক থেকে সীমান্ত পার হয়ে কুয়েতে এসেছে।

ইরাকভিত্তিক সংবাদমাধ্যম বাস নিউজের তথ্যমতে, কবুতরটি কুয়েতের ইরাক সীমান্তবর্তী আবদালি প্রদেশের শুল্ক বিভাগের নিকটবর্তী একটি ভবন থেকে ধরা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কবুতরটি আলোচনার ঝড় তুলেছে। টুইটার ব্যবহারকারীদের অনেকেই লিখেছেন, বিপণন ব্যবস্থার কী দারুণ উদ্ভাবন!

রেডিট ব্যবহারকারীদের অনেকেই বিস্ময় প্রকাশ করে লেখেন, শুল্ক কর্মকর্তারা একে গ্রেফতার করল কীভাবে! কবুতরটি মানুষের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rGWpwQ

May 27, 2017 at 12:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top