সুরমা টাইমস নিউজ::৩০ মে ২০১৭: সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্নের দাবি ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’র আনুষ্ঠানিক ঘোষণা আসছে আগামীকাল বুধবার। দুপুর ২টায় অর্থমন্ত্রণালয়ের ৩৩১ নং কনফারেন্স হলে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাবেদ সিরাজ।
দীর্ঘদিন ধরে সিলেট এমওজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ের রুপান্তরের দাবি জানিয়ে আসছেন সিলেটবাসী। মদনমোহন কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার সময় বঙ্গবন্ধু তনয়া প্রধামন্ত্রী শেখ হাসিনা শিগগিরই সিলেটবাসী মেডিকেল বিশ্ববিদ্যালয় পাবে বলে আশ্বাস দেন।
সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সহোদর, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন সংবাদ সম্মেলন করে সিলেটবাসীর স্বপ্ন বাস্তবায়নের কথা জানান। তবে ওসমানী নয়, স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেটবাসী পাচ্ছেন বলে জানিয়েছিলেন।
অবশেষে সিলেটবাসীর স্বপ্নের মেডিকেলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। তবে বিশ্ববিদ্যালয় স্থাপনের জায়গা র্নিধারণ এখনো হয়নি। আনুষ্ঠানিক ঘোষণার পর জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। প্রাথমিকভাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি জমি পছন্দের তালিকায় রয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sj6Sv0
May 31, 2017 at 02:28AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন