জেহাদের নামে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ হাফিজের বিরুদ্ধে

লাহোর, ১৪ মেঃ জেহাদের নামে সন্ত্রাস ছড়াচ্ছে হাফিজ। জামাত-উদ-দাওয়া জঙ্গিগোষ্ঠীর প্রধান তথা মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের বিরুদ্ধে এমনই মন্তব্য করল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রক। তাও আবার সুপ্রিমকোর্টের রিভিউ বোর্ডের সামনে।

জানা গিয়েছে, শনিবার এই বোর্ডের সামনে হাজিরা দেয় হাফিজ সইদ এবং তার ৪ সঙ্গী। কাশ্মীরীদের হয়ে সরব হওয়ার জন্যই তাদের আটক করে রাখা হয়েছে বলে রিভিউ কমিটির কাছে অভিযোগ করে হাফিজ।

কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিয়ে পাক স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, হাফিজ ও তার ৪ সঙ্গী জেহাদির নামে সন্ত্রাস ছড়াচ্ছে। তাই আটক করে রাখা হয়েছে তাদের। এরপর হাফিজ ও তার সঙ্গীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় সংশ্লিষ্ট বোর্ড। আগামী ১৫ তারিখ এ ব্যাপারে শুনানি হবে। সেদিন অ্যাটর্নি জেনারেলকেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে রিভিউ বোর্ড।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি থেকে হাফিজ ও তার ৪ সঙ্গীকে লাহোরে গৃহবন্দি করে রেখেছে পাক সরকার। যদিও আমেরিকার হুঁশিয়ারিতেই হাফিজ ও তার সঙ্গীদের গ্রেফতার করা হয়েছে বলে কূটনৈতিক মহলের খবর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qfQnSy

May 14, 2017 at 09:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top