ট্রাম্পের জামাতার বিরুদ্ধে তদন্তে নামছে এফবিআই

fআমেরিকা ::যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জেরার্ড কুশনারের সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও রাশিয়ার যোগসাজশ নিয়ে তদন্ত করছে গোয়েন্দা সংস্থা এফবিআই। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা গত বছর প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউজে ক্ষমতা হস্তান্তরের সময় কুশনারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক এবং রাশিয়ার একজন উর্ধ্বতম ব্যাংক কর্মকর্তার বৈঠকের ব্যাপারে তদন্ত করে দেখছে। তদন্তকারীদের বিশ্বাস, কুশনারের কাছে তদন্ত সংশ্লিষ্ট উল্লেখযোগ্য তথ্য রয়েছে।

গত সপ্তাহে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় একটি প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ একজন হোয়াইট হাউজ কর্মকর্তাকে তদন্ত করা হবে। তবে সেখানে জেরের্ড কুশনার এর নাম উল্লেখ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, কুশনারের বিষয়ে তদন্ত কর্মকর্তাদের আগ্রহ মানে এই নয় যে, তদন্তকারীরা তাকে কোনো অপরাধের জন্য সন্দেহ করছেন কিংবা তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠনের অভিপ্রায় রয়েছে।

এদিকে কুশনারের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল যে কোনো ধরণের তদন্তে সহযোগিতা করবেন।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2roK54j

May 26, 2017 at 07:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top