হায়দরাবাদ, ৩০ মে- বহুল আলোচিত বাংলাদেশ-ভারতের মধ্যকার হায়দরাবাদ টেস্টে দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছে স্থানীয় ক্রিকেট অ্যাসোশিয়েশনের (এইচসিএ) দুই কর্মকর্তা। ওই ম্যাচের মধ্য দিয়ে ভারতের মাটিতে টেস্ট খেলতে প্রথমবারের মতো সফর করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বরখাস্ত দুজন হলেন এইচসিএর সভাপতি সাবেক ভারতীয় ক্রিকেটার আরশাদ আইয়ুব এবং সচিব কে জন মনোজ। এই দুইজনের বিরুদ্ধে ওই টেস্টে বিপুল পরিমাণ আর্থিক কারচুপি প্রমাণিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, হায়দরাবাদের ওই টেস্টের পর ম্যাচের উদ্যোক্তাদের পক্ষ থেকে আর্থিক দুর্নীতি নিয়ে ধারাবাহিক অভিযোগ উঠতেই থাকে। পরবর্তীতে বাধ্য হয়ে অডিটের মাধ্যমে খরচের হিসাব সামনে আনে প্রদেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ওই প্রতিবেদনেই বের হয়ে আসে চরম দুর্নীতির তথ্য। পুরো হিসাবের দায়িত্ব দেওয়া হয় আন্তর্জাতিক অডিট সংস্থা ডেলয়েট। তাদের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই বরখাস্ত হয়েছে ওই দুই কর্মকর্তা। এ প্রসঙ্গে এইচসিএর নতুন সচিব টি শেষ নারায়ণ বলেন, আইয়ুব ও মনোজ; দুজনের বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির প্রমাণ মিলেছে। সে কারণেই কমিটির সদস্যরা তাদেরকে অপসারণের সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, আরও কয়েকজনের ওপর নজর রাখা হচ্ছে এবং তদন্ত চলছে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। তিনি বলেন, নরেন্দর গৌদ, আদনান মাহমুদ, পি জাদগিরি এব্ং সুরপ্রকাশসহ আরও কয়েকজন নজরদারিতে আছেন। তাদের ব্যাপারেও তদন্ত চলছে। শুধু তাই নয়, যারা বাংলাদেশ-ভারত টেস্টে খাবার দেওয়ার চুক্তি নিয়েছিলেন তাদের বিরুদ্ধেও অনেক কারচুপির প্রমাণ মিলেছে। তবে আর্থিক কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন আইয়ুব। তিনি বলেছেন, এখন পর্যন্ত কখনই আমি অ্যাসোশিয়েশন থেকে একটা পয়সা সরাইনি। এমনকি আমার জীবনে কখনও ফান্ড থেকে কারচুপি করিনি আমি। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, টিকিট কালোবাজারি থেকে শুরু করে খাবার, মাঠের পরিচর্যা, স্বাগতিক ও অতিথি দলের পিছনে বরাদ্দ খরচ; সবকিছুতেই মিলেছে দুর্নীতির প্রমাণ। সূত্র: ক্রিকবাজ আর/১৭:১৪/৩০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rQJsAp
May 30, 2017 at 11:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top