ইসলামাবাদ, ১৯ মেঃ কুলভূষণ যাদব মামলায় ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনার মাঝে পাকিস্তানের দাবি, ভারত ২৬০০টি পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম।
সারা বিশ্বে ভারতেই পরমাণু কর্মসূচির গতি সবচেয়ে দ্রুত। ইসলামাবাদ সাংবাদিকদের কাছে পাক বিদেশ দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়ার অভিযোগ, ‘ভারতের এই পারমাণবিক কর্মসূচি দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক।’
তিনি আরও বলেছেন, ‘২০০৮-এর ভারত-মার্কিন পরমাণু চুক্তির আওতায় ভারতে আমদানিকৃত পরমাণু জ্বালানি, সরঞ্জাম ও প্রযুক্তি অন্য উদ্দেশে সরিয়ে ফেলা হতে পারে। এই আশঙ্কার কথা তুলে ধরছে পাকিস্তান।’
পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের স্থায়ী সদস্যপদ লাভের আবেদন নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন। এই গোষ্ঠীতে ভারতকে অন্তর্ভূক্ত করলে যে ঝুঁকি থাকবে তা খতিয়ে দেখার জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছেন জাকারিয়া।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qZTuiR
May 19, 2017 at 08:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন