রাত পোহালেই ভোট, রায়গঞ্জে চলছে চূড়ান্ত প্রস্তুতি

 

রায়গঞ্জ, ১৩ মেঃ রাজ্যের সাতটি পুরসভার সঙ্গে সঙ্গে রাত পোহালেই রায়গঞ্জ পুরসভারও ভোট। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে খোলা হয়েছে পুরসভা ভোটের ডিসিআরসি। নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তা ব্যাবস্থা।

মোট ২৭টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৯৪ জন প্রার্থী। ৮৫টি ভোটগ্রহণ কেন্দ্রে  সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ৫১০ জন ভোটকর্মী নিয়ে এই প্রথম রায়গঞ্জ পুরসভার ভোটে প্রতিটি বুথে ব্যবস্থা করা হয়েছে ভিডিও ক্যামেরার। ৩ জন ডিএসপি, ৪ জন আইসি সহ মোট ৩৫০ জন পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে তৈরী থাকছে কমব্যাট ফোর্স। মোট ৭২১৯৮ জন ভোটার ৯৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারন করবে আগামীকাল।

পুরসভার ২৭টি ওয়ার্ডের ৮৫ টি বুথের মধ্যে ৩২ টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে রায়গঞ্জ মহকুমা প্রশাসন। নির্বিঘ্নে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সবরকম ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক আয়েষা রানী এবং জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qDoZz0

May 13, 2017 at 09:08PM
13 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top