ঢাকা: তুর্কি সেনাবাহিনী সিরিয়ায় স্থায়ী ঘাঁটি স্থাপনের বিষয়টি বিবেচনা করছে। তুর্কি উপ প্রধানমন্ত্রী ভেইকি কাইনাক বলেছেন, সিরিয়ার আল-বাব নগরীতে এ ঘাঁটি স্থাপনের বিষয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে।
বসনিয়া হার্জেগোভিনিয়া সফর শেষে সাংবাদিকদের তিনি বলেন, আল-বাবের পশ্চিমে আকিল হিলে এ ঘাঁটি স্থাপনের বিষয়টি বিবেচনা করছে তুর্কি জেনারেল স্টাফ।
ফেব্রুয়ারি মাসে গুরুত্বপূর্ণ এ এলাকা দখল করে নেয় তুর্কি বাহিনী। তারপর থেকে অস্থায়ী কমান্ড পোস্ট হিসেবে এলাকাটি ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখন এখানে স্থায়ী ঘাঁটি বসাতে চায় তুরস্ক।
তুর্কি উপ প্রধানমন্ত্রী আরো জানান, তুর্কি সেনা অভিযান, ‘ফোরাত ঢালের’ সমাপ্তি ঘোষণার পর ওই এলাকায় সেনা সংখ্যা ৮০০০ থেকে কমিয়ে ১৫০০তে নামিয়ে আনা হয়েছিল।
সিরিয়ার ভূখণ্ডে চালানো সেনা অভিযান ‘ফোরাত ঢালের’ সমাপ্তি ২৯ মার্চ ঘোষণা করেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qmDJBi
May 16, 2017 at 02:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন