হোয়াটসঅ্যাপে পর্ন ছবি পোস্ট, বিপাকে বিজেপি বিধায়ক

বেঙ্গালুরু, ৩ মেঃ হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ছবি পোস্ট করে বিপাকে কর্ণাটকের বিজেপি বিধায়ক মহন্তেশ কাভাতাগিথাম। জানা গিয়েছে, ‘বলিভিয়া মিডিয়া ফোর্স’ নামে এক হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি ৫০টি পর্ন ছবি পোস্ট করেছেন। যা দেখে ক্ষুব্ধ ওই গ্রুপের সদস্য সরকারি আধিকারিক থেকে সাংবাদিকরাও। এই ঘটনার নিন্দা করে ওই বিধায়কের ক্ষমা চাওয়ার দাবি তোলেন গ্রুপের অন্যান্যরা। ইতিমধ্যে মহন্তেশকে গ্রুপটি থেকে বাদও দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হয়নি। কিন্তু এভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ছবি পোস্ট করায় তাঁর বিরুদ্ধে মামলাও হতে পারে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন কর্ণাটকের এক অটোরিকশা চালক এবং তাঁর এক সঙ্গী। পুলিশ জানায়, পেশায় অটোরিকশা চালক কৃষ্ণা সান্না থাম্মা নায়েক ‘দ্য বালসে বয়েজ’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপের পরিচালনা করতেন। বিজেপি সদস্য হিসাবে পরিচিত কৃষ্ণাই নরেন্দ্র মোদির বিকৃত ছবি ওই গ্রুপে পোস্ট করেছেন। তারপর সেই ছবি ওই গ্রুপের দুই সদস্য গণেশ নায়েক এবং বালকৃষ্ণ নায়েক শেয়ার করেছেন। ইতিমধ্যে কৃষ্ণা এবং গণেশকে গ্রেফতার করা হয়েছে। তবে বালকৃষ্ণ ফেরার। তাঁর খোঁজ চলছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2px5WVd

May 03, 2017 at 09:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top