রায়গঞ্জে দুষ্কৃতী হামলা, ছিনতাই লক্ষাধিক টাকার সরঞ্জাম

রায়গঞ্জ, ২ মেঃ আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সরঞ্জাম ছিনতাই রায়গঞ্জে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার হাতিয়া এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, এদিন রায়গঞ্জের কলেজপাড়া এলাকার বাসিন্দা রঞ্জিত কুমার সেনের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তিনি পেশায় লটারির ব্যবসায়ী। ব্যবসার টাকা সংগ্রহ করতে গিয়েছিলেন হাতিয়ায়। রঞ্জিতবাবুর অভিযোগ, সেখান থেকে ফেরার পথে আচমকাই একটি মোটর বাইক করে তিনজন দুষ্কৃতী তাঁর স্কুটির সামনে দাঁড়িয়ে আগ্নেয়াস্ত্র দেখায়। বাধা দিতে গেলে তাঁর উপর মারধরও চালায় দুষ্কৃতীরা। এরপর তাঁর কাছ থেকে মোবাইল ফোন, ৭৫ হাজার টাকা, ৪৬ হাজার টাকার জয়ী লটারি ও স্কুটি ছিনতাই করে। এরপর কোনোক্রমে দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেয়ে রায়গঞ্জ থানায় ছুটে আসেন রঞ্জিতবাবু। ঘটনার বিবরণ দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।

পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর বলেন, ‘রঞ্জিত কুমার সেনের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’



from Uttarbanga Sambad http://ift.tt/2p1L0SZ

May 02, 2017 at 08:13PM
02 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top