ইসলামাবাদ, ২৮ মে- পাকিস্তানী অভিনেত্রী উশনা শাহ ফেসবুকে শেয়ার করা একটি খোলা চিঠিতে রমজান মাসে তারকাদের ভণ্ডামি নিয়ে সমালোচনা করেছেন। রমজানে মাসে তারকারা কৃত্রিম ধার্মিকতা এবং সেটা দেখিয়ে বিভিন্ন সুবিধা আদায়ের এক হাত দেখে নিয়েছেন। সেই গরম চিঠিতে পাকিস্তানী এই অভিনেত্রী বলেন: কারো কাছে এই পবিত্র মাস হচ্ছে প্রার্থনা, সংযম ও পবিত্রতার মাস। আর কারো কারো কাছে এটা ইসলাম বিক্রির ও লাজ-লজ্জাহীন ভণ্ডদের মাস। একমাসে ইসলাম নিয়ে আওয়াজ তুলে সারা বছর ইসলামী মূল্যবোধের বাইরের কাজ করতে থাকে সেসব তারকা। অনেক সময় রোজা না থাকলেও রোজা রাখার ভান করা শোবিজ তারকাদের নিয়ে বলতে গিয়ে নিজের প্রসঙ্গ টানেন। তিনি স্বীকার করেন, আমি হয়তো সবগুলো রোজা থাকতে পারবো না, অথবা নামাজ পড়তে পারবো না। কিন্তু ভাব ধরে অন্যের কাছ থেকে সম্মান ও অর্থ পাওয়ার জন্য আমি কখনোই ইসলামকে এবং তার লাখো লাখো অনুসারীকে অসম্মান করতে পারি না। সূত্র: ডন আর/১৭:১৪/২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rbPueg
May 29, 2017 at 01:41AM
28 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top