উদ্ধার হল গ্রেনেড, হাই অ্যালার্ট লালকেল্লায়

নয়াদিল্লি, ৫ মেঃ দিল্লির লালকেল্লা চত্বরে গ্রেনেড উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল এলাকায়। বৃহস্পতিবার রাতে লালকেল্লায় অবস্থিত একটি কুয়ো পরিস্কার করার সময় উদ্ধার হয়েছে ওই গ্রেনেডটি৷ খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে এনএসজি কমান্ডোরা।

ঘটনাস্থলে বম্ব ডিসস্পোসাল স্কোয়াড। উদ্ধার হওয়া গ্রেনেড তাজা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা তা দেখতে চালোনো হচ্ছে চিরুনি তল্লাশি।

লালকেল্লায় বেশ কিছুদিন ধরেই নিয়মিত পরিস্কারের কাজ চলছিল৷ তখনই গ্রেনেড সমেত একটি বাক্স পড়ে থাকতে দেখা যায়। এর আগেও ফেব্রুয়ারি মাসে ওই একই কুয়োতে পাওয়া গিয়েছিল বুলেট ও বিস্ফোরক ভরতি বাক্স৷

২০০০ সালের লস্কর ই তৈবা জঙ্গিদের আক্রমণের পর থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয় লালকেল্লাকে। এত নিরাপত্তাবেষ্টনী ভেদ করে কিভাবে বিস্ফোরক বারবার উদ্ধার হচ্ছে তা নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ওপর উঠছে প্রশ্ন।



from Uttarbanga Sambad http://ift.tt/2pHIGUz

May 05, 2017 at 06:13PM
05 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top