রেললাইনে ঝাঁপ দিয়ে সহকর্মীকে বাঁচালেন ভারতীয় বংশোদ্ভূত

নিউ ইয়র্ক, ২ মেঃ ৩৪ বছরের বংশোদ্ভূত অনিল ভান্নাভাল্লি নিজের জীবন বিপন্ন করে রেললাইনে ঝাঁপ দিয়ে সহকর্মী মাধুরি রেচেল্লাকে উদ্ধার করেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে এডিশান স্টেশনে। ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দু’জনেই। সেইসময় ২৬ বছরের মাধুরি হঠাত্ই মাথা ঘুরে রেললাইনের উপর পড়ে যান। ঘটনাটি নজরে আসতেই অনিল রেললাইনে ঝাঁপ দিয়ে মাধুরির জীবন বাঁচান। সেই সময বিপরীত দিক থেকে একটি ট্রেন আসছিল। এমন সময় ঘটে আর এক বিপত্তি। প্ল্যাটফর্মে রাখা তাঁর ব্যাগ চুরি করে নিয়ে পালায় এক চোর। তাতে ল্যাপটপ, হেডফোন ছাড়াও ছিল নগদ ২০০ ডলার এবং তাঁর সংস্থার পরিচয়পত্র। এই ঘটনায় তিনি খুবই হতাশ হয়ে পড়েন। অনিল জানিয়েছেন, এরকম পরিস্থিতিতে কী করে এটা সম্ভব হল এই ভেবে সে আশ্চর্য হয়ে যাচ্ছে।

মাধুরীকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। মাধুরী জানিয়েছেন, সকাল থেকে কিছু না খাওয়ায় হঠাৎ মাথা ঘুরিয়ে রেললাইনে পড়ে যান।

এই সাহসিকতার জন্য এডিসান পুলিশের তরফ থেকে অনিলকে পুরস্কার হিসেবে ১০০০ ডলারের চেক দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরার মাধ্যেমে চোরকে শনাক্ত করা সম্ভব হয়েছে। দ্রুত তাকে গ্রেফতার করা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2pskWDD

May 02, 2017 at 08:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top