জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের

লাটাগুড়ি, ১৮ মেঃ জাতীয় সড়কের ধার থেকে দেশি মদের দোকান গ্রামের ভিতরে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার লাটাগুড়ি-ক্রান্তি মোড়ে ময়নাগুড়ি-মালবাজারগামী ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কের ধারে মদের দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। এরপরই এলাকার একটি দেশি মদের দোকানকে গ্রামের ভিতরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়। একথা জানার পরেই প্রতিবাদে সরব হন গ্রামবাসীরা। তারা জানিয়েছেন, মদের দোকান গ্রামের ভিতরে নিয়ে যাওয়া হলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় অবরোধ। প্রায় সাড়ে তিন ঘণ্টার অবরোধের জেরে যানজট তৈরি হয় জাতীয় সড়কে। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অবরোধ। শেষ পর্যন্ত মালবাজারের এসডিপিও দেবাশিস চক্রবর্তী গ্রামবাসীদের বিষয়টি নিয়ে আশ্বাস দিলে দুপুর দেড়টা নাগাদ অবরোধ উঠে যায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qzeoSQ

May 18, 2017 at 03:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top