মোদিকে হত্যা করতে পারলেই ৫০ কোটি, রহস্যজনক পাক ফোন ভারতীয় যুবককে   

ভোপাল, ২২ মেঃ প্রধানমন্ত্রীকে হত্যা করতে পারলেই মিলবে হাতানাতে ৫০ কোটি। এমনই অফার পেল মধ্যপ্রদেশের সাতনা জেলার এক যুবক কুশল সোনি। এমনকি ওই দলে যোগ দিলে মিলবে আরও বেশি টাকা। এমন লোভ দেখিয়ে একটি ফোনকল এল ওই যুবকের কাছে।

বিষয়টি প্রথমে হাল্কাভাবে নিলেও পরে বিষয়টি সংবেদনশীল ভেবে থানায় একটি এফআইআ৻ দায়ের করেন কুশল সোনি।

তবে মুম্বইয়ে আসন্ন একটি পথসভায় হত্যা করতে হবে প্রধানমন্ত্রীকে। তারা বলে, এই কর্মকান্ডে ৩জন প্রয়োজন। ২ জন আগেই পাওয়া গিয়েছে এবং ৩ নম্বর ব্যক্তি হিসাবে কুশলকে পছন্দ করেছে তারা। তারা খুশলের দাবিমতো টাকা দিতেও সম্মত হয়।

ওই ব্যক্তি নিজেকে পাকিস্তানি বলে দাবি করে। ফোন নম্বরটি ছিল +৭৯৬৫১২১৯। অনুসন্ধানের পর জানা যায় ওই নম্বরটি কাজাখস্তানের। আদৌ এটি সত্যিকারের কোনো ফোনকল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সুপার মিথিলেশ কুমার জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং যথেষ্ট গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qbOrqJ

May 22, 2017 at 05:33PM
22 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top