আমেরিকা ::
কূটনৈতিক প্রোটকলের বেড়াজাল পেরিয়ে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কানাডা এবং ফ্রান্সের নেতাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন তার নিজস্ব ফোন নম্বর দিয়ে৷ এর পাশাপাশি তিনি জানিয়েছেন, যেকোনো রকম প্রয়োজনে তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করতে পারবেন৷ তবে, আচমকা এই ধরণের একটি আহ্বানে মার্কিন কমান্ডোদের নিরাপত্তা এবং গোপনীয়তাও প্রশ্নের মুখে পড়ছে৷
সূত্রের খবর, কানাডা এবং মেক্সিকোর নেতাদের আহ্বান জানিয়েছেন তিনি৷ তবে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুদেউ-ই একমাত্র এই সুবিধাভোগ করতে পারেন বলে মনে করছেন ট্রাম্পের অফিসিয়াল কর্মকর্তারা৷ এমনকি ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েস ম্যাক্রনকেও নম্বর দিয়েছেন৷ কিন্তু তিনি আদৌ তিনি এই সুবিধাটি নেবেন কি না সেই বিষয়ে এখনো মুখ খুলতে নারাজ ফ্রান্সের কর্মকর্তারা৷ তবে, এই বিষয়ে কথোপকথনটি সম্পূর্ণ গোপন রাখার জন্য কোনো সরকারি কর্মকর্তাই তাদের নাম প্রকাশ করেনি৷ হোয়াইট হাউস কিংবা ট্রুদেউ-এর তরফ থেকে এই বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্যই করা হয়নি৷
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2sdlpcc
May 31, 2017 at 05:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন