মুম্বাই, ২৪ মে- সম্প্রতি টুইটারে আজান নিয়ে নিজের মত প্রকাশ করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী সনু নিগম। এ বিতর্কে নিজেই টুইটার ত্যাগ করলেন তিনি। টুইটে মুসলিমদের ফজরের আজানের ওপর ক্ষোভ প্রকাশ করে সনু নিগম লেখেন, ঈশ্বর সবার মঙ্গল করুন! আমি তো মুসলিম নই। তবে আমাকে কেন সকাল বেলা আজান শুনে ঘুম থেকে উঠতে হবে? বাধ্যতামূলক ধর্ম পালন ভারতে কবে বন্ধ হবে? এরপরের টুইটে নিগম লেখেন, আমি মনে করি কোনো ধর্মালয়েই বিদ্যুৎ ও মাইক ব্যবহার করা ঠিক নয়। এরপরই কলকাতার এক ইমামের কড়া সমালোচনার মুখে পড়েন সনু। এক ইমাম সনুর মাথা মুড়িয়ে জুতোর মালা গলায় পড়ানোর ফতোয়া জারি করে। প্রতিবাদে নিজেই মাথা মুড়িয়ে নেন সনু। কিন্তু সেখানেই ক্ষ্যান্ত থাকেন তিনি। পরে ওই ইমাম সনুকে দেশ ছাড়া করারও ফতোয়া জারি করেন। ঘটনাটি নিয়ে বেশ কিছুদিন আলোচনা-সমালোচানায় থাকে। অন্যদিকে নারীর উদ্দেশ্যে কুমন্তব্য করায় বলিউডের আরেক গায়ক অভিজিৎ ভট্টাচার্যের অ্যাকাউন্টও সাসপেন্ড করে টুইটার। অভিজিৎ নারীদের বিরুদ্ধে অশালীনভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ জানিয়েছিলেন অনেকেই। তার পরই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। নিজের পদক্ষেপের জন্য সনু নিগম বুধবার ২৪টি টুইট করেন। এতে তিনি জানিয়েছেন, টুইটারে নিজের মতপ্রকাশের স্বাধীনতা যেন হারিয়ে যাচ্ছে। কিছু বললেই, তা নিয়ে বিতর্ক দানা বাঁধছে। তাই টুইটার ছেড়ে দিলাম। তবে অনেকেই মনে করছেন আজান বিতর্কের জেরেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন সনু। এ নিয়ে টুইটও হচ্ছে অনেক। সূত্র: এনডিটিভি। আর/১৭:১৪/২৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qbpKzo
May 25, 2017 at 12:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top