সমুদ্রে ভেসে উঠল দৈত্যাকার প্রাণী!

hইউরোপ ::

ইন্দোনেশিয়ার হুলুং সমুদ্রতট থেকে উদ্ধার হল দৈত্যাকার এক প্রাণীর মৃতদেহ। সংবাদপত্রের এক ওয়েবসাইট অনুযায়ী, রহস্যজনক ওই প্রাণীর দেহ প্রথম দেখতে পান গ্রামের এক বাসিন্দা আসরুল তুয়ানাকোটা।

আশ্চর্যের বিষয়, প্রাণীটিকে যেখান থেকে পাওয়া যায় তার চারপাশের পানির রঙ লাল হয়ে গিয়েছিল। যা স্থানীয় ও সামুদ্রিক বিজ্ঞানীদের আকৃষ্ট করেছে।

লি কং শিয়ান জাতীয় ইতিহাস জাদুঘরের কর্মকর্তা মার্কাস চুয়া জানান, এই প্রাণীটি দৈত্যাকার স্কুইড বা তিমি জাতীয় প্রাণী হতে পারে। ১৫ মিটার লম্বা এই প্রাণীটির ওজন ৩৫ টন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোমশ এক বিরাট প্রাণী ফিলিপিনস সমুদ্রতটে ভেসে ওঠে, যা দেখে স্থানীয়রা হতবাক হয়ে যায়।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qfkkQz

May 13, 2017 at 11:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top