গুয়াহাটি, ৬ মেঃ সিকি শতাব্দীরও বেশি সময় ধরে জারি থাকার পর রাজ্যের কিছু এলাকা থেকে সেনাবাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা প্রত্যাহারের চিন্তাভাবনা করছে অসম সরকার। আগামী সপ্তাহে সেনার নেতৃত্বাধীন ইউনিফায়েড কমান্ড স্ট্রাকচারের বৈঠকে বিষয়টি তোলা হবে বলে জানা গিয়েছে।
রাজ্য পুলিশের এডিজি (স্পেশাল ব্রাঞ্চ) পল্লব ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সর্বশেষ বৈঠকে আফস্পা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। এব্যাপারে রাজ্যের বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। রাজ্যের কিছু এলাকা থেকে আফস্পা প্রত্যাহার করে নেওয়া যায় কিনা তা নিয়ে পুনর্বিবেচনা করা হবে।’ আলফার নেতৃত্বে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হওয়ায় ১৯৯০ সালের ২৭ নভেম্বর অসমে আফস্পা জারি করে তত্কালীন কেন্দ্রীয় সরকার। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত কয়েকবছরে জোড়হাট, মাজুলি, কামরূপ (মেট্রো), করিমগঞ্জ, হাইলাকান্দি এবং লখিমপুর থেকে আফস্পা প্রত্যাহার করে নেওয়া হয়। গোটা অসমকে উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত করার পর গত ৩ মে থেকে আরও তিনমাসের জন্য সেনাবাহিনী বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে।
উল্লেখ্য, অসম, মণিপুর এবং জম্মু-কাশ্মীর থেকে আফস্পা প্রত্যাহারের দাবি বহুদিনের। কেন্দ্রীয় সরকার এব্যাপারে এখনও সুর নরম করেনি।
পল্লববাবুর মতে, গোটা অসমে ব্যাপক সংখ্যায় সেনা মোতায়ন করা হয়েছে। যদি কোনো এলাকা থেকে আফস্পা প্রত্যাহার করতে হয় তাহলে ওই এলাকাগুলির সুরক্ষার জন্য বিকল্প বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকারকে। সেখানে আফস্পার পরিবর্তে ভারতীয় দণ্ডবিধি লাগু করতে হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2qaCHcm
May 06, 2017 at 08:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন