মুম্বাই, ১৮ মে- পড়াশোনায় বরাবরই চৌকস বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তিনি অনায়াসেই সাফল্য পেয়েছেন। বিহারের পটনায় জন্ম সুশান্তের বেড়ে ওঠা ওই শহরেই। প্রত্যেক শিশুর প্রাথমিক শিক্ষার অধিকারে বিশ্বাসী এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি-র অভিনেতা। তিনি চান, প্রত্যেক শিশুই যেন পড়াশোনার সুযোগ পায়। এজন্য অবহেলিত শিশুদের নিখরচায় শিক্ষাদানের উদ্যোগ নিলেন তিনি। এই উদ্যোগ সম্পর্ক সুশান্ত বলেছেন, আমার টিম এ বিষয়ে কাজ করছে। আমরা কয়েকটি স্কুলকে বাছাই করে পড়ুয়াদের মেধাতালিকা সংগ্রহ করছি। পরীক্ষায় পাস করলেও আমরা ওই শিশুদের এক বছরের পড়ার যাবতীয় খরচ আমরা বহন করব। নিখরচায় পড়াশোনার সুযোগ পেতে পরের বছর আবার তাদের পরীক্ষায় বসতে হবে। এটা প্রথম পদক্ষেপ। আমরা আরও কিছু পদ্ধতি বের করার চেষ্টা করছি। সুশান্ত বলেছেন, এই পদ্ধতি শিশুদের নতুন উত্সাহ যোগাবে। ওরা আরও বেশি করে পড়াশোনায় মন দেবে। তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে। সুশান্তর বিদেশে পড়াশোনার ইচ্ছে ছিল। কিন্তু আর্থিক স্বচ্ছ্লতার অভাবে সেই স্বপ্ন পূরণ হয়নি। শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে সুশান্ত বলেছেন, তার মা বলতেন যে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া পড়াশোনার উদ্দেশ্য নয়। শিশুরা প্রাথমিক শিক্ষা পেলে তা ভবিষ্যতে তাদের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে। শিক্ষা মানুষের বিশ্লেষণমূলক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়ক। আর/০৭:১৪/১৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qttjiZ
May 18, 2017 at 01:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন