ডাব্লিন, ০৭ মে- ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আজ রবিবার আয়ারল্যান্ড পৌঁছায় টাইগাররা। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা ছাড়া ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে থাকা বাকী ১৭জন ক্রিকেটারই সাসেক্স থেকে আজ আয়ারল্যান্ডে পাড়ি জমান। যাত্রা পথে বিমানের যান্ত্রিক সমস্যা হওয়ায় বিলম্বিত হয় বাংলাদেশ দলের আয়ারল্যান্ড যাত্রায়! যার ফলশ্রুতিতে নির্ধারিত সময়ের বেশ খানিকটা সময় পর আয়ারল্যান্ডে পৌঁছায় মুশফিক-তামিমরা। বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল ৪.২০ মিনিটে আয়ারল্যান্ডের বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহণ করা বিমানটি। পারিবারিক কারণে দেশে ফেরার ফলে জাতীয় দলের সাথে সাসেক্সে যোগ দিতে পারেননি মাশরাফি মুর্তজা। তবে বিসিবি সূত্রে জানা যায় আজ সন্ধ্যা নাগাদ দলের সাথে সরাসরি আয়ারল্যান্ডে যোগ দিবেন নড়াইল এক্সপ্রেসখ্যাত জাতীয় দলের ডানহাতি এ পেসার। স্বাগতিক আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও বাংলাদেশের অংশগ্রহণে চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্টের উদ্বোধনি ম্যাচেই স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের মূল পর্ব শুরুর আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে মাশরাফিরা। আর/১৭:১৪/০৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pnifB2
May 08, 2017 at 12:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top