শিলিগুড়ি, ৭ মেঃ গণবিবাহ অনুষ্ঠানে শুভ পরিণয় সম্পন্ন হল ১০১ জোড়া বনবাসী দম্পতির। বনবাসী কল্যাণ আশ্রমের পক্ষ থেকে রবিবার শালবাড়ি বিরসা শিশু শিক্ষা কেন্দ্রে এই গণবিবাহের আয়োজন করা হয়েছিল। বিবাহে পাত্র-পাত্রীর উভয় পক্ষের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
বনবাসী কল্যাণ আশ্রমের সভাপতি সুশীল বেরেলিয়া বলেন, ‘আদিবাসী বিবাহের সমস্ত পরম্পরা ও রীতি মেনে বিবাহ সম্পন্ন হয়েছে। সংস্থার পক্ষ থেকে প্রত্যেকটি নবদম্পতিকে বিবাহের সামগ্রীর পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয়েছে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2qdPs64
May 07, 2017 at 08:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন