ঢাকা::নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ দেশে এখনো নিরপেক্ষ নির্বাচন করার জন্য দলীয় সরকারের মানসিকতা তৈরি হয়নি বলে মনে করেন তিনি। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বারবার বলে আসছেন আসুন আমরা আলোচনা করি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল মতিনের ২২তম মৃত্যুবার্ষিকীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মির্জা ফখরুল বলেন, ১৯৯৬ সালে নিরপেক্ষ সরকারের কথা তো আপনারাই বলেছিলেন। কিন্ত কেন আপনারা এখন এমনটা ( দলীয় সরকারের অধীনে নির্বাচন) বলছেন। দেশে এখনো নিরপেক্ষ নির্বাচন করার জন্য দলীয় সরকারের মানসিকতা তৈরি হয়নি। এজন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অবশ্যই দিতে হবে। এই নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে। মির্জা ফখরুল বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। সবাই জানে কী ভয়াবহ অবস্থা ছিল তখন। দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়েছি। প্রতিরোধে সোচ্চার হয়ে আমরা এখন রাজপথে সেভাবে নামতে পারি না। আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে। বিএনপির চেয়ারপারসন ঘোষিত ভিশন ২০৩০ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ভিশন হচ্ছে একটা স্বপ্ন, একটা প্রস্তাব। এ নিয়ে আলোচনা হতে হবে। সংযোজন-বিয়োজন হতে পারে। এবং কোনো বিষয় বাদ দেওয়া যেতে পারে। কিন্তু সেদিকে না গিয়ে আওয়ামী লীগ সরাসরি বাতিল করেছে দিয়েছে। আওয়ামী লীগ কু-তর্ক করছে। আলোচনায় সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। বক্তব্য দেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2rpWNMa
May 17, 2017 at 05:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন