ঢাকা::
রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ হয়েছে।
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ বিষয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, জামিনাদেশ বহাল থাকায় আসলাম চৌধুরীর এখন জামিনে মুক্তি পেতে বাধা নেই।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর ২৪ মে তাকে আদালতে হাজির করে মতিঝিল ও লালবাগ থানায় করা নাশকতার দুই মামলায় গ্রেফতার দেখানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ওই বছরের ২৬ মে তার বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। মামলায় তার বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সাথে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্র করার’ অভিযোগ আনা হয়।
এই মামলায় এ বছরের ১৮ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qrbgHO
May 28, 2017 at 02:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন